Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

মোদির বিরুদ্ধে প্রধান মুখ রাহুল, মমতা-কেজরি অনেক পিছনে

Updated : 25 Aug, 2023 8:47 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: কেন্দ্রের মোদি সরকার বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠক বসতে চলেছে আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর, মুম্বইতে। সেখানে নয়া জোটের প্রতীক চিহ্ন জনসাধারণের সামনে তুলে ধরা হবে। কিন্তু, নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধী জোটের প্রধান মুখ কে হবেন, সেটা এখনও জটিল অঙ্ক হয়েই থেকে গিয়েছে। ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নের জবাবে অধিকাংশের একটাই রায়, রাহুল গান্ধী। একটি সমীক্ষায় ধরা পড়েছে, ইন্ডিয়া জোটের নেতৃত্বদানের প্রশ্নে অর্থাৎ মোদি বিরোধী প্রধান মুখ হিসেবে রাহুল গান্ধীই সকলের প্রথম পছন্দ।

এই জনমত সমীক্ষায় ২৪ শতাংশ মানুষ রাহুলের পক্ষে রয়েছেন। ১৫ শতাংশ মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে প্রধান মুখ হিসেবে দেখতে চান। আর বাকি সকলেই এখনও দোলাচলে রয়েছেন যে, ইন্ডিয়া জোটের নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে। অথচ গত জানুয়ারিতেও এই ইস্যুতে রাহুলের ভরসা রাখতেন মাত্র ১৩ শতাংশ। সেই সময় কেজরিওয়ালের দিকে ছিলেন ২৭ শতাংশ। অথচ মধ্যবর্তী সময়ে রাহুলের উপর আস্থা যেভাবে বেড়ে গিয়েছে, সেইভাবে কেজরিওয়ালও ১৫ শতাংশে নেমে এসেছেন।

জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারত জোড়ো যাত্রার ফলে দেশজুড়ে রাহুলের গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়ে গিয়েছে। ৪৪ শতাংশ মানুষ মনে করেন সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক মজবুত হয়েছে এই যাত্রার ফলে। অবশ্য ৩৩ শতাংশ মনে করেন ভারত জোড়ো যাত্রায় রাহুলের ভাবমূর্তির এমন কিছু পরিবর্তন হয়নি। মাত্র ১৩ শতাংশের ধারণা রাহুলের ইমেজ আরও খারাপ হয়েছে। বাকিদের কোনও নির্দিষ্ট মতামত নেই।

সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর যোগ্যতা-দক্ষতা কীরকম? ৩৪ শতাংশ মানুষ মনে করেন অসাধারণ। ২৭ শতাংশের মতে, খারাপ। ১৮ শতাংশ মানুষ জানান, ভালো। ১৫ শতাংশের ধারণা গড়পরতা। বাকিরা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। ৩১ শতাংশ মানুষের বিশ্বাস লোকসভা থেকে রাহুল গান্ধীকে বরখাস্ত করার সিদ্ধান্ত ছিল সঠিক, একই সংখ্যকের বিশ্বাস এটা ছিল রাজনৈতিক অভিসন্ধিমূলক। ২১ শতাংশ বিশ্বাস করেন কঠিন সিদ্ধান্ত ছিল। উল্লেখ্য, ‘ইন্ডিয়া টুডে-সি ভোটার মুড অফ দি নেশন পোল’ সমীক্ষায় এই জনমত উঠে এসেছে।

প্রসঙ্গত, আগামী সপ্তাহে মফসসল মুম্বইয়ের বিলাসবহুল হোটেল গ্র্যান্ড হায়াতে বসতে চলেছে ২৮টি বিজেপি বিরোধী দলের তৃতীয় বৈঠক। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছাড়াও সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে উপস্থিত থাকবেন। উদ্ধব সেনার মূল সেনাপতি সঞ্জয় রাউত আরও জানিয়েছেন, হতে পারে এবারের বৈঠকে উত্তর-পূর্বী রাজ্যগুলির কোনও কোনও দল যুক্ত হতে পারে।