সাতসকালে কুস্তির আখড়ায় রাহুল, কথা বজরংয়ের সঙ্গে
Updated : 27 Dec, 2023 6:51 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
ঝজ্জর (হরিয়ানা): সাতসকালে কুস্তিগিরদের (Wrestlers) আখড়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার সকালে আচমকাই কংগ্রেস এমপি পৌঁছে যান হরিয়ানার (Haryana) ঝজ্জর জেলার বাহাদুরগড়ের ছড়া গ্রামে। এই গ্রামই ভারতীয় কুস্তিগিরদের আঁতুড়ঘর এবং সেনাকর্মী নায়েব সুবেদার দীপক পুনিয়ার জন্মভিটে। এদিন ভোরে রাহুল সেখানে গিয়ে বীরেন্দ্র আখড়ার কুস্তিগিরদের সঙ্গে দেখা করেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা মন দিয়ে শোনেন।
বজরং পুনিয়া সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রামের ছেলে তথা ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনাজয়ী দীপক পুনিয়ার সঙ্গেও কথা বলেন রাহুল। ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ে যখন বিতর্ক বহমান, তখন রাহুল গান্ধীর সশরীরে আখড়ায় গিয়ে দেখা করার রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকে।
Tags: