শাহের মানহানি, রাহুলকে সমন উত্তরপ্রদেশের আদালতে
Updated : 28 Nov, 2023 5:26 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সমন করল উত্তরপ্রদেশের (UP) একটি আদালত (Court)। আগামী ১৬ ডিসেম্বর প্রাক্তন কংগ্রেস সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন সুলতানপুরের নিম্ন আদালতের এক বিচারক। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেঙ্গালুরুতে একটি নির্বাচনী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিজনক কথা বলেছেন। শাহ খুনের ঘটনায় যুক্ত এমন অভিযোগও করেন রাহুল।
ঘটনাটি ২০১৮ সালের। কংগ্রেস নেতা তখন দলের সভাপতি ছিলেন। জনৈক বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার মিশ্রর আইনজীবী আদালতে এই প্রসঙ্গ উত্থাপন করে দ্রুত শুনানির আর্জি জানান। তারপরই বিচারক রাহুলকে হাজিরার নির্দেশ দিয়েছেন।
Tags: