
দশভুজা নয়, শতভুজা দুর্গা রায়মঙ্গলে পাড়ে
রায়মঙ্গল: শিল্পীর স্বপ্নাদেশে সুন্দরবন পেল শতভুজা মা দুর্গা। সুন্দরবনে রায়মঙ্গলের পাড়ে দেবী দশভুজা নয়, শতভুজা। এই দুর্গা প্রতিমা দেখতে শত শত মানুষের ভিড়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কাঠালবেরিয়াতে ১০০ হাতের দুর্গা দেখতে সকাল সকাল দুর্গা মন্ডপে।
কাঁঠাল বেরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৫৫ বছরের দুর্গা পুজো এই বছরের দুর্গা প্রতিমা তাদের শিল্পীর হাতে তৈরি করা দুর্গার প্রতিবাদ একশটা হাত যেখানে ১০টি হাতে রয়েছে অস্ত্র আর বাকি ৯০টা হাতে রয়েছে পদ্মফুল। সবমিলিয়ে এই দুর্গা ঠাকুর দেখতে বহু দর্শনার্থীরা রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে থেকে আসছে। পুজো কমিটির সভাপতি অর্ঘ্য তরফদার সম্পাদক বুদ্ধেন্দু বর্মন বলেন, শিল্পী রাম পদ পাল প্রতিবছর আমাদের ঠাকুর তৈরি করেন এবার যখন তার কাছে যাওয়া হয়। তিনি বলেন, এবার প্রতিমা ১০০ হাত হবে দুর্গার কারণ তিনি শব্দ পেয়েছেন তাই সবগুলো দেশে সুন্দরবনের মানুষ এবার ১০০-এর দুর্গা ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছে রায়মঙ্গল এর পাড়ে।