Weather Forecast | পাল্টে গেল আবহাওয়া, জারি কমলা সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির সতর্কতা জারি। হাওয়া অফিস জানাচ্ছে, ঝাড়খণ্ড ও তার আশেপাশের এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে এই রাজ্যের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হবে। এই কারণে ২৩ থেকে ২৭ মে কমলা সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। বৃহস্পতিবার শিলাবৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কমলেও শিলাবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বাড়বে ঝড়-বৃষ্টি। ওইদিন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্র এবং শনিবারও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার বেলা গড়াতেই শহরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বিকেলের পর বা সন্ধের দিকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।