Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Cyclone Mocha | Weather Update | আজই ভিজতে চলেছে কলকাতা? জানুন দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি  

Updated : 11 May, 2023 3:59 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

কলকাতা: কাঠফাটা গরমে জ্বলছে গোটা পশ্চিমবঙ্গ (West Bengal)। এদিকে দক্ষিণবঙ্গে তাওপ্রবাহের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার (Temperature) পারদ পৌঁছবে ৪০ ডিগ্রির কোঠা। এই গা জ্বালানি গরমের মধ্যেই এল বৃষ্টির (Rain) পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহেই পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলা (District)। 

শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না দিলেও আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সংলগ্ন তিন জেলা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এদিকে উত্তরবঙ্গের শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভবনা নেই। যদিও তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। শনিবার থেকে অবশ্য তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।

এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ঘণীভূত হয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। জন্ম হয়েছে ঘূর্ণিঝড় মোকার (Mocha)। যা খুব শীঘ্রই আরও শক্তি সঞ্চার করে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। প্রবল ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়েও পরিণত হবে অচিরেই। আবহবিদরা জানিয়েছিলেন, বুধবার সন্ধ্যাতেই জন্ম হতে পারে মোকার। কিন্তু তা হয়নি। জন্মক্ষণ কয়েক ঘণ্টা পিছিয়ে বৃহস্পতিবার ভোরে অতি গভীর নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর মোকার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিমি। সমুদ্রে বাধা না পেয়ে তা হু-হু করে এগিয়ে আসবে উপকূলের দিকে।