
নতুন সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস!
Updated : 13 Nov, 2023 5:30 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: রাজ্যজুড়ে এখন উৎসবের মরশুম। এরই মাঝে ঠাণ্ডার আমেজ বজায় রয়েছে। আবহাওয়া শুষ্ক রয়েছে। ভাই ফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহ থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে। কারণ নিম্নচাপের কাঁটা। তার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী দুদিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ১৬ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের অভিমুখ কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই নিম্নচাপের জেরে আগামী বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।
Tags: