দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: তীব্র দাবদাহ থেকে অবশেষে কিছুটা স্বস্তির খবর। বারি ধারা ঝরে পড়বে। শীতল হবে বসুন্ধরা। আবহাওয়া (Weather) পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal)। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকে শনিবার থেকে বৃষ্টি শুরু উপকূলে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়াতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সাত জেলায়। বাকি জেলাতেও গরম ও অস্বস্তি করা আবহাওয়া তাপপ্রবাহের পরিস্থিতি।