পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতাতেও বৃষ্টির আশঙ্কা। কনকনে ঠান্ডার সাথে কুয়াশাও থাকবে। দক্ষিণের প্রায় সব জেলা এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে। তবে এদিন দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।