Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ভোর থেকে বৃষ্টি, রাজ্যজুড়ে নিম্নচাপ জারি

Updated : 14 Sep, 2024 6:44 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: শনিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলছেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশে স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি আরও পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে। এর জেরে রাজ্যের এখাধিক জেলায় বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সর্বোচ্চ ৫০-৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এদিন মূলত মেঘলা আকাশ থাকবে শহরজুড়ে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।