Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বাড়ল তাপমাত্রা

Updated : 4 Dec, 2023 4:30 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বঙ্গোপসাগরের ( Bay of Bengal ) উপরে ক্রমেই শক্তি বাড়াছে ঘূর্ণিঝড় মিগজ়াউম ( Cyclone Michaung )। বর্তমানে ঝড়টি এগিয়ে চলেছে অন্ধ্র উপকূলের দিকে। এই ঝড়ের প্রভাব বাংলায় প্রত্যক্ষ ভাবে না পড়েও প্ররোক্ষ ভাবে পড়বে। সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলার আকাশ মেঘলা। এর ফলে অনেকটাই বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরেই। কার্যত উধাও দিনভর শীতের আমেজ। উইকেন্ডে ফের নামতে পারে পারদ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূল ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিস জানাছে, সোমবার কলকাতায় (Kolkata Rain) সোমবার মেঘলা আকাশ থাকবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শীতের আমেজ কমবে বাড়বে উষ্ণতা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেড়েছে। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনেকটাই কমেছে এর ফলে। বেলার দিকে সামান্য উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে ৷ সহপ্তাহের শেষে পারদ পতনের ইঙ্গিত।