সকাল থেকে মেঘলা আকাশ শহরে, দক্ষিণ থেকে উত্তরেও বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: এক সপ্তাহের মাথায় শীত থেকে রীতিমতো গরম পেরিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলাতে গিয়ে ঘাম ছূটে যাচ্ছে সাধারণ মানুষের। এরই মাঝে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর সতর্ক করে জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি হতে চলেছে বৃহস্পতিবার। এদিন সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ। বইছে হাওয়া। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবারও গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারির বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির ফলে ফের গরমের অনুভূতি উপভোগ করবে শহরবাসী। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে।