আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুরের
কলকাতা: ফের বৃষ্টির পূরবাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সারা দিন কলকাতার আকাশেরও মুখভার থাকবে বলে জানিয়েছে আলিপুর। এদিন সন্ধ্যার পর বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলার বৃষ্টি হতে পারে কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। তবে শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই চৈত্রের শুরুতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।