দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
কলকাতা: বৃহস্পতিবার রাত থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। তবে পশ্চিমি ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে বৃষ্টি জারি থাকবে। ফের তাপমাত্রা কমারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির পূর্বাভাসের কারণে শহরের তাপমাত্রাও বেশি থাকবে। আজ থেকেই বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা। শেষবেলায় ফের একবার শীতের বাউন্স ব্যাক করার আপ্রাণ চেষ্টা। কমবে তাপমাত্রার পারদ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।