বৃহস্পতিতেও চলবে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া শহর থেকে জেলায়?
কলকাতা: মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বুধবার সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গতকালও আকাশ ছিল মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু থেকে তিন দিন গোটা রাজ্যেই এমন আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জেলায় জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেল কুয়াশা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে কুয়াশায় ঢেকেছে। তাপমাত্রার পারদও নেমেছে অনেকটাই। নতুন করে শীতের আমেজ শুরু হয়েছে রাজ্য জুড়ে।
আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির হাত ধরেই নেমে যেতে পারে পারদ। সকাল থেকেই ঠান্ডা অনুভূতি করছে শহরবাসী। তবে ধীরে ধীরে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। তবে এই আবহে ঠান্ডার আমেজ বজায় থাকবে শহর জুড়ে।