বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?
Updated : 24 Feb, 2024 8:10 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: বসন্ত এসে গিয়েছে। তবে বসন্তেও পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। গত কয়েক দিনে কলকাতা সহ রাজ্যের একাধির এলাকায় জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Tags: