Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

শনিবার থেকে কমবে বৃষ্টি, আগামী সপ্তাহে ফের ভিজবে রাজ্য

Updated : 16 Sep, 2023 9:15 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: সপ্তাহান্তে বৃষ্টির দাপট অব্যাহত (Weather Update)। নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই বৃষ্টি (Rainfall) চলছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিলে অগ্রসর হচ্ছে নিম্নচাপটি। এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে না। আগামী সপ্তাহে ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারে বলেই খবর। শনিবারও বৃষ্টি বজায় থাকবে রাজ্যের একাধিক জেলায়। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার থেকে ফের বৃষ্টির ঝোড়ো ইনিংস দেখা যাবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়।

শুক্রবার রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার ফলে আদ্রোতাজনিত অস্বস্তি সেভাবে থাকবে না। তবে বেলা বাড়তে তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকে বৃষ্টির পরিমাণ কম। তবে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে। তবে বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে আবারও তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে মঙ্গলবারের পর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।