Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Updates | আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা, জানুন

Updated : 22 Jun, 2023 6:57 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি রাজ্য জুড়ে হয়েছে। তবে গত সোমবার থেকে ভ্যাপসা গরমে ঘাম ছুটছে রাজ্যবাসীর। তবে খুশির খবর জানাচ্ছে আবহাওয়া দফতর। সূত্রের খবর, শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকবে বর্ষা। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে অতি বৃষ্টির সতর্কতাও রয়েছে। বৃষ্টির পরিমান বাড়বে মালদহ ও দিনাজপুরে।

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবারের মধ্যে অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

এদিন কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে। আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকপশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৯ শতাংশ। 

এদিকে শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতে মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে পড়লেও উত্তরবঙ্গের মতো প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষার বৃষ্টি বাড়বে। আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে চরম বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার এই দুই জেলাতে। উপরের পাঁচ জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তিস্তা তোর্সা জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেশ কিছুটা বেড়েছে বিপদসীমা ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে বলে জানিয়েছে হাওয়া অফিস।