চলতি মাসের শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, জানাল আলিপুর
দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও সেভাবে দেখা নেই বৃষ্টির। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rainfall) হলেও গরম অনুভূত (Heatwave) হচ্ছে একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আগামী ২৭ বা ২৮ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। তবে মঙ্গলবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। (Weather Updates) বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকছে বর্ষণের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায়। তবে এদিন বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এখনই ভারী বর্ষণের কোনও পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। সেক্ষেত্রে চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। এরপর আবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।