Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

শীতের দুয়ারে কাঁটা, সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলা

Updated : 1 Dec, 2023 6:55 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: শীতের দুয়ারে কাঁটা। সাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। মায়ানমার এর নাম দিয়েছে মিগজাউম। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে শুক্রবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। শনিবার তা বদলে যাবে ঘূর্ণিঝড়ে। তবে আপতত এর ল্যান্ড ফল কোথায়, সে বিষয়ে এখনও জানা যায়নি। এর জেরে দক্ষিণবঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে এই ঘূর্ণিঝড়। সপ্তাহান্তে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকাল ও রাতে হালকা শীতের আমেজ উপভোগ করবে শহরবাসী। তবে বেলা বাড়তে তাপমাত্রা আরও বাড়বে। আগামী দু-একদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভবনা নেই।