ভ্যাপসা গরম থেকে স্বস্তি, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
কলকাতা: মার্চ মাসের ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে এবার শহরবাসীর জন্য সুখবর শোনাল আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, আজ দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৯ মার্চ শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়তেই গরম ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯১ শতাংশ।