বৃষ্টির দাপট চলবে বাংলায়, জানাল আলিপুর
কলকাতা: রাজ্যের আকাশে দুর্যোগের ঘনঘটা। নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির (Rain Forecast) পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কখনও মুষলধারে তো কখন মাঝারি বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর। বিভিন্ন এলাকা রীতিমতো জল থইথই অবস্থা। কবে বৃষ্টি থামবে সেই অপেক্ষায় সকলে। হাওয়া অফিস সূত্রের খবর, এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি (Heavy Rain Forecast South Bengal) চলবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমশ তা নিম্নচাপে পরিণত হচ্ছে। যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সর্বত্র চলবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে। ওই জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে।