Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Updates | শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস

Updated : 26 May, 2023 4:55 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: ভ্যাপসা গরমে অস্বস্তি ক্রমশ বাড়ছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হরম থেকে ভোগান্তি ক্রমেই বেড়েই চলেছে। এর মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।বৃহস্পতিবার ঝড়-বৃষ্টিতে কলকাতায় পারদ অনেকটাই নেমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ . ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার থেকে বুধবার বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়ে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি জারি থাকবে। তবে তারপর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের অনেক জেলাতেই শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শনিবার পর্যন্ত দিন ও রাতের সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার বেশ কিছুটা হের ফের হতে পারে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।