Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

নক্ষত্র পতন! প্রয়াত পরিচালক রাজা মিত্র

Updated : 20 Dec, 2024 4:54 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক রাজা মিত্র (Raja Mitra) । মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৭৭।  মারণরোগ ক্যান্সারে (Cancer)  দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন সম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sombhunath Pandit Hospital) । সেখানেই গতকাল অর্থাৎ শুক্রবার (Friday) রাত আড়াইটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান পরিচালক রাজা মিত্রের ছেলে রৌদ্র মিত্র। ফেসবুকে তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত হয়েছেন রাত ৩টের সময়।’

উল্লেখ্য, রাজা মিত্রর পরিচালিত ছবি ‘একটি জীবন’ ১৯৮৭ সালে জাতীয় পুরস্কার জিতে নেয়, ৩৫ তম জাতীয় পুরস্কার বিতরণের মঞ্চে। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন প্রায়ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধুমাত্র সিনেমা পরিচালনাই করতেন না তিনি, পাশাপাশি বহু সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনাও করেন। ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি পুরস্কারও পান। তাঁর পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে  ‘স্বর্ণ কমল’, ‘রজত কমল’ প্রভৃতি।

নভেম্বরের শেষের দিকে প্রয়াত চিত্র পরিচালকের ছেলে ফেসবুক পোস্টে জানান পরিচালক রাজা মিত্র ক্যান্সারের লাস্ট স্টেজে আক্রান্ত। তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, শুধুমাত্র তাই নয় মস্তিষ্কে টিউমারও ধড়া পড়ে। আর এবার ক্যান্সারের কাছে হার মারলেন পরিচালক।