
Rajinikanth | Lal Salam | মাথায় লাল টুপি, চোখে চশমা ‘লাল সালাম’-এর প্রথম লুকে নজর কাড়লেন রজনীকান্ত !
দক্ষিণী সিনেমার মেগাস্টার ‘থালাইভা’ তথা রজনীকান্ত আবার শিরোনামে। বয়স বেড়েছে কিন্তু ফাটিয়ে অভিনয় করতেই তিনি যতটা পছন্দ করেন তার চেয়েও বড় কথা তাঁর অনুরাগীরা তাঁকে ফাটাফাটিতেই (অ্যাকশন সিনেমা) দেখতে চান। রজনীকান্তের প্রতিটি স্টাইল নিয়েই তাঁর ভক্তরা পাগল হয়ে থাকেন। তবে এবার তিনি শিরোনামে এসেছেন আরও ঝলমলিয়ে।
অভিনেতার মেয়ে ঐশ্বর্য্য রজনীকান্তের পরিচালিত ‘লাল সালাম’ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার এই সিনেমার ফার্স্ট লুক দর্শকের সামনে এল। চোখে চশমা, মাথায় লালা টুপি দেখে তো একজন রাজনৈতিক নেতার চেয়ে কম কিছু মনে হচ্ছে না। পিছনে আগুন , উত্তপ্ততা। বোঝাই যাচ্ছে এবার অপেক্ষা করছে বড় কোনও ধামাকা।
‘লাল সালাম’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনার জগতে ফিরছেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য্য। ঐশ্বর্য্য নিজেই জানিয়েছিলেন তিনি এই ছবিতে তাঁর বাবাকে কাস্ট করেছেন। এই খবর শোনার পর থেকেই দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন ছবির প্রথম লুক দেখার জন্যে। অবশেষে মক্তি পেল এই ছবির প্রথম লুক। কিন্তু যেটা জানা গিয়েছে যে এই ছবিতে রজনীকান্তকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।
বর্তমানে চলছে ‘লাল সালাম’ ছবির শুটিং। রজনীকান্তের একটি ক্যামিও সহ এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। লাইকা প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান। ছবি মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।