Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন: মোহন ভাগবত

Updated : 25 Oct, 2023 5:54 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নাগপুর ও নয়াদিল্লি: অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের (Ram Temple) উদ্বোধন হবে ২২ জানুয়ারি। মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur) বার্ষিক বিজয়া দশমী উৎসবে (Vijayadashmi Utsav) একথা ঘোষণা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান (RSS Chief)) মোহন ভাগবত (Mohan Bhagwat)। একইদিনে দিল্লির দ্বারকায় দশেরা উদযাপন অনুষ্ঠানে একই সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) বলেন, অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা ধৈর্যের জয়। দীর্ঘ প্রতীক্ষার শেষে আমরা সেই ধৈর্যের পরীক্ষায় বিজয় হাসিল করতে চলেছি।

মঙ্গলবার দশেরার অনুষ্ঠানে ভাগবত বলেন, ২২ জানুয়ারি ভগবান রামের প্রতিষ্ঠা হবে অযোধ্যার মন্দিরে। সেদিন দেশজুড়ে সব মন্দিরে রামলালার পূজন, ভজন-কীর্তন অনুষ্ঠিত হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র অছি পরিষদ রামলালার মূর্তি প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে।