গান থামিয়ে হাঁটু গেড়ে প্রণাম অরিজিতের!
Updated : 6 Nov, 2023 8:47 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
কলকাতা: মঞ্চে তখন একের পর গান ধরছেন অরিজিৎ সিং। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন ভক্তেরা। বাদ গেলেন না রণবীরও। তাঁর সিনেমার গান ধরতেই মঞ্চে আচমকাই উঠে এলেন অভিনেতা। অরিজিতের সঙ্গে গলা মেলালেন তিনিও। এরপরেই এল সেই বিরল দৃশ্য। একে অন্যের সামনে মাথা নত করলেন তাঁরা। তাঁদের প্রতি সম্মান জ্ঞাপন করলেন ভক্তরাও। সামনেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের আগামী ছবি ‘অ্যানিম্যাল’। সেই সিনেমার গানই গাইছিলেন অরিজিৎ। আর সেই সিনেমার প্রচারেই চণ্ডিগড় কনসার্টে উপস্থিত ছিলেন রণবীর। মঞ্চে উঠেই তিনি মাটিতে মাথা ঠেকিয়ে প্রমাণ জানান অরিজিৎ সিং-কে। পাল্টা অরিজিৎ সিংও মাটিতে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালেন তাঁকে। অরিজিৎ সিং ও রণবীরের এই যুগলবন্দীতে সকলেই এক কথায় মুগ্ধ। এদিন কনসার্টে উপস্থিত দর্শকদের জন্য এটি ছিল উপরি পাওনা।
Tags: