রণবীর-আল্লুর জুটি এবার বড়পর্দায়? দক্ষিণী তারকার মন্তব্যে চমকে নেটপাড়া!
দেশজুড়ে ‘প্যান-ইন্ডিয়া’ ছবির জনপ্রিয়তা গত কয়েক বছরে অভূতপূর্বভাবে বেড়েছে। দক্ষিণী, মারাঠি, বাঙালি, এবং হিন্দি বলয়ের তারকারা একসঙ্গে কাজ করছেন, আর তাঁদের ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে। বলিউডে যেমন রণবীর কাপুর (Ranbir Kapoor) এখন প্রেক্ষাগৃহের ‘হটকেক’, দক্ষিণে তেমনই জনপ্রিয় আল্লু অর্জুন (Allu Arjun)। তবে তাঁদের জনপ্রিয়তা আসমুদ্রহিমাচল ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে, যা এই দুই তারকাকে জাতীয় স্তরে নতুন পরিচিতি দিয়েছে।
এরই মাঝে এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন প্রকাশ করলেন রণবীর কাপুরের সঙ্গে কাজ করার ইচ্ছা। উল্লেখযোগ্যভাবে, আল্লু তাঁর আসন্ন ছবি ‘পুষ্পা ২’ মুক্তির অপেক্ষায় রয়েছেন, যা ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই সাক্ষাৎকারে তিনি রণবীরকে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন। নয়া প্রজন্মের তারকাদের মধ্যে রণবীরের অভিনয় দক্ষতা এবং শক্তিশালী উপস্থিতির প্রশংসা করে অল্লু জানান যে ‘অ্যানিম্যাল’-এর নায়ক তাঁর ‘পার্সোনাল ফেভারিট’।
রণবীরের প্রশংসা করার পাশাপাশি, আল্লু আরও বলেন, তাঁদের দু’জনকে একসঙ্গে পর্দায় দেখানো গেলে তা এক অভূতপূর্ব অভিজ্ঞতা হবে। তিনি বলেন, “দুরন্ত ভাবনা হবে, যদি আমাদের দু’জনকে নিয়ে কেউ একটি ছবি বানান।” দক্ষিণী তারকার মুখে এমন মন্তব্য শোনার পর নেটপাড়া রীতিমতো উত্তাল। তাঁদের সম্ভাব্য জুটি নিয়ে শুরু হয়েছে জল্পনা।
প্যান-ইন্ডিয়া ফিল্মের জগতে রণবীর এবং আল্লু যদি একসঙ্গে কাজ করেন, তাহলে তা নিঃসন্দেহে বিশাল সাড়া ফেলবে। ইতিমধ্যেই ‘পুষ্পা ২’-এর ট্রেলার ঘিরে উন্মাদনা প্রমাণ করেছে, অল্লুর জনপ্রিয়তা কতটা আকাশছোঁয়া। অন্যদিকে, রণবীর কাপুর তাঁর ‘অ্যানিম্যাল’ ছবির টিজার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ফলে, দুই তারকার একত্রে কাজের ভাবনায় দর্শকদের প্রত্যাশা বেড়ে গিয়েছে বহুগুণ।
রণবীর-অল্লুর জুটির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই বলিউড থেকে টলিউড, সর্বত্র চলছে জোর আলোচনা। প্যান-ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির এই নবীন ধারার সঙ্গে রণবীর ও অল্লুর যুগলবন্দি নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এখন দেখার, দর্শকদের স্বপ্ন পূরণে কোনো প্রযোজক এগিয়ে আসেন কি না!