বলিউডে ফের বিয়ের সানাই, এবার ছাঁদনাতলায় রণদীপ হুডা
কলকাতা: বলিউডে (Bollywood) ফের বিয়ের সানাই। বিয়ে করছেন অভিনেতা (Actor) রণদীপ হুডা(Randeep Hooda)। পাত্রী কে জানেন? পাত্রী হলেন মণিপুরী মডেল ও অভিনেত্রী লিন লাইশরাম। চলতি মাসের শেষের দিকেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘হাইওয়ে’ খ্যাত অভিনেতা। জানা গিয়েছে, মুম্বই নয়, শহুরে ব্যস্ততা থেকে খানি দূরেই গিয়েই বিয়ে করবেন তাঁরা। তবে কোথাও বিয়ে করবেন, কবে বিয়ে করবেন– সে সব নিয়ে আপাতত স্পিকটি নট দু’জনেই। সমস্ত কিছু ভালোভাবে সুসম্পন্ন হলে অভিনেতা মডেল এবং ব্যবসায়ী লিনের সঙ্গে তাঁর বিয়ের কথা ঘোষণা করবেন। ২০২১ সালে একসঙ্গে ছবি দিয়েছিলেন তাঁরা, কিন্তু সেখানে ভালবাসার কথা ছিল না। তবে প্রেম যে বাড়ছিল অগোচরে সে আভাস মিলছিল ঠিকই। অবশেষে গুঞ্জনকে সত্যি করে এক হচ্ছেন এই জুটি।
রণদীপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এটা সত্যি। চলতি মাসের শেষের দিকে লিনকে বিয়ে করছেন রণদীপ। এই দম্পতি গত বহু বছর ধরে সম্পর্কে ছিলেন। তবে বিয়ের স্থান এখনও ঠিক হয়নি। এটি একটি ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে অনুষ্ঠান। এবং তাঁর পরিবার এবং বন্ধুরাও এতে উপস্থিত থাকবেন।’