Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

বন্দে ভারতের পর এবার ভারতের রেলপথে ছুটবে র‍্যাপিড ট্রেন

Updated : 14 Oct, 2023 5:21 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

ভারতীয় রেল ব্যবস্থায় বিপ্লব এনেছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express)। রেলের বিভিন্ন রুটে এসেছে গতির জোয়ার। যাত্রীদের সুবিধার্থে এবার দেশের রেল লাইনে এবার ছুটবে র‍্যাপিড ট্রেন। নতুন ট্রেনের নাম ‘র‍্যাপিড এক্স’ (RAPIDX)। প্রকল্পের কাজ চলছিল অনেক দিন ধরেই, এবার শুধু ছোটার অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাত ধরেই নয়া এই ট্রেনের সূচনা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার অর্থাৎ ২০ অক্টবর এই ট্রেনের (RAPIDX) উদ্বোধন হতে পারে। প্রাথমিকভাবে উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি ১৭ কিলোমিটার করিডরে চালানো হবে ওই ট্রেন।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অক্টোবর গাজিয়াবাদ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে সেই সময় গাজিয়াবাদে একটি জনসভার প্রস্তুতি জেলা প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে। সেখানেই বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। ফলে সেদিনই তিনি দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন র‍্যাপিড এক্স-এর উদ্বোধন করতে পারেন বলে জানা যাচ্ছে।