
জন্মদিনে সমুদ্রতটে রশ্মিকা, ছবি পোস্ট করে দিলেন চমক
প্রেম করছেন বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এমন জল্পনা অনেকদিন ধরে চলছে। তবে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। সবে জন্মদিন গিয়েছে রশ্মিকার। অভিনেত্রী সমুদ্রের পাড়ে গিয়েছেন ছুটি কাটাতে। ছবিও পোস্ট করেছেন। কার সঙ্গে গিয়েছেন প্রশ্ন অনুরাগীদের। যদিও সেই উত্তর নায়িকার ছবি দিয়েছে।
বলিউড ও টলিউডে কান পাতলেই শোনা যায় বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা সম্পর্কের কথা। যদিও দুজনের কেউই এনিয়ে মুখ খোলেননি। তবে বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে রশ্মিকা ও বিজয়কে। তাঁরা একসঙ্গে ডিনার ডেটেও গিয়েছেন। তাঁদের একসঙ্গে ছবিও প্রকাশ্যে এসেছে। সদ্যই রশ্মিকার জন্মদিন গিয়েছে। জন্মদিনে ছুটি কাটাতে বেছে নিয়েছেন সমুদ্র সৈকতে। ওমান পাড়ি দিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এর আগে একাই ছবি শেয়ার করে নিয়েছিলেন রশ্মিকা। ঠিক একদিন পর একই রকম দেখতে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে। দুজনের ছবিই একই জায়গায় তোলা। সোশ্যাল মিডিয়ায় এটা বুঝতে অনুরাগীদের অসুবিধা হয়নি।
ওমানে সমুদ্র সৈকতের ধারে বসে রশ্মিকা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে,নায়িকাকে দেখা গিয়েছে একেবারে ক্যাজুয়াল আউটফিটে সমুদ্র উপভোগ করছেন। তিনি একটি কালো রঙের পোশাক পড়ে সমুদ্র সৈকতে বসে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘কিছু সমুদ্র সৈকত.. কিছু বালি… কিছু সূর্যাস্ত.. কিছু ফুল এবং তোমার সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছা সহ অনেক হাসি।’ অন্যদিকে বিজয় সমুদ্রের পাড়ে কটন কডস্যুটে দেখা গিয়েছে।