
শিবাজির স্ত্রীর রূপে প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা
দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। তাঁর অভিনয় ও মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের নজরকাড়লেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ ছবিতেও অভিনেত্রী রশ্মিকা মন্দনার অভিনয় ও নাচ প্রশংসিত হচ্ছে নানা মহলে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর ব্যক্তিগত তথা প্রেমজীবনও। বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা প্রেম নিয়ে জল্পনা কম হয় না।! এবার ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji Maharaj) স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী অভিনেত্রী।
মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাভা’ (Chhaava Movie) ছবিতে রশ্মিকার ফার্স্ট লুক। সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতারে দেখা গেল অভিনেত্রীকে। রশ্মিকার রূপে চড়ল উত্তেজনার পারদ। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রশ্মিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ, নাকে নথ। ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে যশুবাই। ‘ছাভা’ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁরই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক।