Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Ratha Yatra | সেজে উঠেছে শ্রীক্ষেত্র, শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি, আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি শাহের

Updated : 20 Jun, 2023 7:37 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

পুরী: মঙ্গলবার রথ উপলক্ষ্যে সেজে উঠেছে শ্রীক্ষেত্র। রথ যাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় ভক্তদের। স্নান যাত্রার পরে, এদিন নব যৌবন বেশে ভক্তদের দেখা দেন জগন্নাথদেব। জগন্নাথ ধামের সঙ্গে সঙ্গে সারা দেশের রথের রশিতে টান পড়বে। এদিন রথযাত্রায় (Rath Yatra) আহমেদাবাদের (Ahmedabad) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)’মঙ্গল আরতি’ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একদিনের গুজরাত সফরে গিয়েছেন তিনি। ব্যস্তার ফাঁকেই আহমেদাবাদের জামালপুর এলাকার জগন্নাথ মন্দিরে গেলেন তিনি। শুধু জগন্নমাথ ধাম নয় সকাল থেকে পশ্চিমবঙ্গের মাহেশের সুপ্রাচীন রথ দেখতে ভক্ত সমাগম মাহেশ জুড়ে। তিথি মেনেই দুপুরে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে। আর তা ঘিরেই সকাল থেকে শুরু পুজার্চনা।

শ্রীক্ষেত্র জুড়ে শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। রথযাত্রা উপলক্ষ্যে লোকে লোকারণ্য পুরী।  রথযাত্রা উপলক্ষে পুরীতে এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়। দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পযর্টক৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। নিয়ম করে ওড়ানো বন্ধ করা হয়েছে ড্রোন। পুলিশ প্রশাসন ছাড়া কেউ ড্রোন ওড়াতে পারবেন না। সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা। পালিত হয় নানা রীতি। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷

রথের দিনে সৈকতশহরে উপচে পড়ছে ভিড়। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হবে। প্রভু জগন্নাথদেবের রথযাত্রার মধ্যে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে কঠিন চ্যালেঞ্জও ওড়িশার প্রশাসনের কাছে। চড়া রোদ এবং আর্দ্রতায় ভক্তেরা যাতে অসুস্থ না-হয়ে পড়েন সেই দিকটাতেও খেয়াল রাখা হচ্ছে। তবে হাওয়া অফিস সূত্রের খবর, রথের দিন পুরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার মোকাবিলাতেও আপৎকালীন ব্যবস্থায় ফাঁক রাখছে না প্রশাসন।  

পুরী জেলা প্রশাসন সূত্রের খবর, জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত কিলোমিটার তিনেক পথ জুড়ে অন্তত ২২টা জায়গা জল ছিটনোর জন্য চিহ্নিত করা হয়েছে। গরমে ভক্তদের জলের কষ্ট থেকে মুক্তি দিতে অন্তত ২৫ লক্ষ জলের বোতল মজুত রাখছে প্রশাসন। প্রশাসনের ধারণা, অন্তত ২০ লক্ষ লোক ভিড় করবে। প্রতি বছরই রোদে বেশ কয়েক জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। এ বার ৭২টি অ্যাম্বুল্যান্স মজুত থাকছে। তাদের জন্য ‘গ্রিন করিডর’ও করা হয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিকাঠামোও ঢেলে সাজানো হয়েছে।