Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

সপ্তাহে দু’দিন বাধ্যতামূলক করা হচ্ছে দুয়ারে রেশন

Updated : 13 Dec, 2024 6:18 PM
AE: Krishnendu Bala
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: রেশন সামগ্রী বণ্টনে কোনরকম অনিয়ম হচ্ছে কিনা এবার সেই বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখতে খাদ্য দফতরের আধিকারিকরা নিয়মিত রেশন দোকানে অভিযান চালাবে বলে জানানও হয়েছে দফতরের পক্ষ থেকে। জিনিসপত্রের মান ও তার ওজন নিয়ে ইদানিং সময়ে ক্রমাগত অভিযোগ ওঠায় রাজ্য খাদ্য দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলেও অভিযোগ বহু ডিলার গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না। সেই কারণেই সর্বত্র সপ্তাহে দুদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করা হচ্ছে বলে খাদ্য দফতর সূত্রে খবর।

আরও অভিযোগ, রেশনের সামগ্রীর ওজন মাপতে অনেক জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে । অভিযোগ ওজনমাপার যন্ত্রের বদলে অনেক জায়গায় বাটখারা হিসাবে ইট-বালি-পাথর ব্যবহার করা হচ্ছে। খাদ্য দপ্তরে বেশ কয়েকটি জেলা থেকে এই ধরনের অভিযোগ এসেছে।আর এই অভিযোগের ফলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসছেন খাদ্য দপ্তরের আধিকারিক রা। দপ্তর সূত্রের খবর, রেশন বন্টনে দুর্নীতি আর এই দুর্ণীতি ধরতে এবারথেকে ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবেন খাদ্য দফতরের আধিকারিকরা। আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় এধরনের একটি ঘটনা সামনে এসেছে। সেখানে উপভোক্তাদের রেশন সামগ্রীর পরিবর্তে দীর্ঘদিন ধরে ডিলার স্লিপ দিয়ে হয় রানি করা হতো বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষিতে কিছুদিন আগে রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও তাঁদের সম্পর্কে অভিযোগ মানতে চাননি ডিলার। এ ব্যাপারে অভিযোগ পৌঁছেছে জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দীর কাছে। সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে খাদ্য দফতরের আধিকারিকরা জানতে পারছেন, *শুধু ওই একজন নয়, আরও বেশ কিছু ডিলারের বিরুদ্ধে একইভাবে অভিযোগ রয়েছে। আর এই অভিযোগকে খতিয়ে দেখতেই এই অসাধু ডিলারদের খোঁজে এবার তল্লাশি করবে খাদ্য দপ্তরের আধিকারিকরা।