
Ravindra Jadeja: রবীন্দ্র জাডেজার অনুশীলনের ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল!
Updated : 21 Jan, 2023 7:06 PM
AE: Samrat Saha
VO: Joyjyoti Ghosh
Edit: Arpan Ghosh
মুম্বই: ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ভালো খবর। চোট থেকে উঠেই জোর অনুশীলন করছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia) সিরিজকে পাখির চোখ করছেন তিনি।জাডেজ তাঁর অনুশীলনের একটি ভিডিও টুইটারে আপলোড করেন। আর আপলোড করতেই নিমেষে সেটা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। প্রসঙ্গত, ২০২২ এর ৩১ অগাস্ট শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন জাড্ডু।
পুরো খবর শুনুন পডকা’য়
Tags: