Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

এবার সিট বেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানা!

Updated : 17 Mar, 2024 7:51 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: সাবধান, আসন্ন এই তারিখ থেকেই রিয়ার সিট বেল্ট অ্যালার্ম বাধ্যতামূলক হচ্ছে। এবার থেকে পিছনের সিটে থাকা যাত্রী যদি বেল্ট না পরেন গাড়িতে অ্যালার্ম বেজে উঠবে এবং সিট বেল্ট না পরার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে (Rear Seat Belt Alarms Mandatory)। ১ এপ্রিল, ২০২৫ থেকে দেশে বিক্রি হওয়া সমস্ত গাড়িতে ‘রিয়ার সিট বেল্ট অ্যালার্ম’ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রকের (Ministry of Road Transport and Highways) সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, গাড়ির সমস্ত আসনে অ্যালার্ম সিস্টেম বাধ্যতামূলক হতে চলেছে। তার জন্য একটি খসড়া প্রস্তাবও প্রকাশ করা হয়েছে। সেই খসড়া অনুযায়ী, সিট বেল্ট রিমাইন্ডার বা অ্যালার্ম বাধ্যতামূলক করা হয়েছে মূলত M ও N ক্যাটেগরির গাড়িগুলির জন্য। সিট বেল্ট পরে না থাকলে অডিও-ভিডিয়ো ওয়ার্নিংও দেওয়া হবে চালককে পাশাপাশি স্পিড অ্যালার্ট সিস্টেম থাকছে, যার মাধ্যমে অতিরিক্ত গতির বিষয়ে নজর দেওয়া হবে। সেন্ট্রাল লকিং সিস্টেমের জন্য ম্যানুয়াল ওভাররাইডের ব্যবস্থাপনাও নিয়ে আসা হচ্ছে।