Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

জার্মান ফুটবলে শাসন চলছে ইংরেজ স্ট্রাইকারের

Updated : 5 Nov, 2023 8:10 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

ডর্টমুন্ড: জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা (Bundesliga) মাতাচ্ছেন ইংরেজ স্ট্রাইকার হ্যারি কেন (Harry Kane)। ১০ ম্যাচে ১৫টা গোল করে ফেললেন। বুন্দেশলিগার ইতিহাসে প্রথম ১০ ম্যাচে এত গোল কেউ করতে পারেনি। শনিবার জার্মানির (Germany) ‘এল ক্লাসিকো’ বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) বনাম বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ম্যাচে হ্যাটট্রিক করেন কেন। বায়ার্ন জার্সিতে এই নিয়ে তিনটে হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। ডর্টমুন্ডকে তাঁর দল হারাল ৪-০ গোলে।

বায়ার্নের অধিনায়ক গোলকিপার ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer) ম্যাচের পরে ইংলিশ স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে দলে পেয়ে কতটা খুশি সে কথাও ব্যক্ত করেন। কেন শুধু গোল করেন না, করানও। দরকার মতো নীচে নেমে এসে বল ধরেন, পাস বাড়ান। আবার ঠিক সময়ে গোলের গন্ধে বক্সে এসে হাজির হন। ১৫ গোলের পাশাপাশি পাঁচটা অ্যাসিস্টও আছে কেনের।