Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ম্যাড ম্যাক্সের তাণ্ডবে মুম্বইয়ে রেকর্ডের বন্যা

Updated : 8 Nov, 2023 6:41 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সম্ভবত সেরা ইনিংসটা খেলে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)। মঙ্গলবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ক্রিকেট বিশ্ব যা ঘটতে দেখেছে তাকে অলৌকিক ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। ২৯১ রান তাড়া করতে গিয়ে ৯১ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার (Australia)। রশিদ খান (Rashid Khan) তখন ভেল্কি দেখাচ্ছেন। আফগানিস্তানের (Afghanistan) জয় এবং তাদের সেমিফাইনাল অঙ্ক নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

কিন্তু ম্যাড ম্যাক্স (Mad Max) নামটা এমনি এমনি হয়নি। হ্যামস্ট্রিংয়ে চোট, দৌড়নো দূরের কথা পা-ই নাড়াতে পারছিলেন না। কার্যত একপায়ে দাঁড়িয়ে, ব্যাটিং ম্যানুয়াল থেকে ফুটওয়ার্ক ব্যাপারটা তুলে দিয়ে মারতে থাকলেন একের পর ছয়, চার। অবিশ্বাস্য, অলৌকিক ইনিংসের ঘোর কাটছে না এখনও।

এরকম ইনিংস মানে রেকর্ড চুরমার তো হবেই। এক নয়, একাধিক রেকর্ড করেছেন ম্যাক্সওয়েল। আসুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

১) ওডিআইতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ডাবল সেঞ্চুরি।

২) একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে রান তাড়া করতে গিয়ে ডাবল সেঞ্চুরি।

৩) তিন নম্বর বা তার নীচে ব্যাট করা প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি। এর আগে যাঁরা করেছেন সবাই ওপেনার।

৪) পুরুষদের একদিনের ক্রিকেটে সপ্তম উইকেট বা তার নীচে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

৫) একদিনের ম্যাচে সাত উইকেট পড়ে যাওয়ার পর সবথেকে বেশি রান।

৬) একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবথেকে বেশি রান তাড়া করে জয়।

৭) পাঁচ নম্বর বা তার নীচে নামা প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে তিনটে শতরান।