Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Delhi Flood | যমুনার জলে ডুবন্ত দিল্লিতে আজ ফের ভারী বৃষ্টির সতর্কতা

Updated : 15 Jul, 2023 12:15 AM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় নতুন করে আর জল না বাড়লেও যমুনা নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। শুক্রবার সকালেও যমুনার জল ২০৮.৪৬ মিটার উপর দিয়ে বইছে। গত দুদিন ধরে হরিয়ানা থেকে জল ছাড়ায় ডুবে রয়েছে দিল্লির একাংশ। উল্লেখ্য, ফ্রান্স থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে তিনি দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। যমুনা নদীর জল বাড়ায় গতকালই দিল্লির একাংশ ডুবে যায়। সে প্রসঙ্গে অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তাঁকে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করান। তিনি প্রধানমন্ত্রীকে জানান, আশা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টায় যমুনার জল কমতে শুরু করবে।

যমুনার জলে প্লাবিত হয়েছে দিল্লির বসতি এলাকাসহ, বাজার, পর্যটনস্থল এমনকী কিছু সরকারি আবাসও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল উদ্ধার ও ত্রাণকার্য চালাচ্ছে। ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবারও দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ডুবন্ত শহরে ফের নতুন করে বৃষ্টি হলে বিপদ আরও বাড়ার আশঙ্কা।

দিল্লি ছাড়াও গোটা উত্তর ভারতে ভয়ঙ্কর বৃষ্টিতে বিপর্যস্ত। ভূমিধস, হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টিতে বৃহস্পতিবার পর্যন্ত কেবলমাত্র হিমাচল প্রদেশেই ৯১ জনের মৃত্যু হয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রায় হাজারখানেক রাস্তা ও ৫ হাজারের মতো পানীয় জল প্রকল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।