
মধ্যবয়সিদের মধ্যে বাড়ছে ক্যানসারের প্রবণতা!
বর্তমানে ভারত সহ গোটা বিশ্বের মানুষের মধ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে ক্যানসারের (Cancer) প্রবণতা। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, যেভাবে ক্যানসারের প্রবণতা বাড়ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে এই রোগ মহামারীতে পরিণত হতে পারে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গত তিন দশকে ৪০ থেকে ৫০ বছর বয়সীদের ক্যানসার হওয়ার প্রবণতা সবথেকে বেশি বেড়েছে।
পুরুষদের মধ্যে প্রস্ট্রেট (Prostate Cancer), ফুসফুস ক্যানসারের প্রবণতা বাড়ছে এবং অন্যদিকে মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুস ও স্তন ক্যানসারের (Breast Cancer) প্রবণতা। রিপোর্ট বলছে, ১৯৯১ থেকে ২০২১ মধ্যে ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে পিত্তথলির ক্যানসারে আক্রান্তের হার ২০০ শতাংশ, জরায়ুর ক্যানসারে আক্রান্তের হার ১৫৮ শতাংশ, কোলন ক্যানসারে আক্রান্তের হার ১৫৩ শতাংশ, কিডনির ক্যানসারে আক্রান্তের হার ৮৯ শতাংশ, অগ্নাশয় ক্যানসারে আক্রান্তের হার ৮৩ শতাংশ।