Placeholder canvas
কলকাতা সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ |
K:T:V Clock

ভ্যালেন্টাইন্স উইকেই বাগদান সারবেন রশ্মিকা!

Updated : 9 Jan, 2024 8:56 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

মুম্বই: দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। একসাথে বিদেশ ভ্রমণেও নাকি গিয়েছিলেন তাঁরা। যদিও জনসমক্ষে দুজনেই কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি শোনা গেল, নিজেদের সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বিজয় এবং রশ্মিকা। ফেব্রুয়ারিতেই বাগদান সারবে তাঁরা।

‘গীত গোবিন্দম’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন বিজয় এবং রশ্মিকা। তখন থেকেই বন্ধুত্ব তাঁদের। ‘ডিয়ার কমরেড’ ছবির সেট থেকেই নাকি পরস্পরের প্রেমের শুরু হয়। গত বছর ‘ডিয়ার কমরেড’ ছবির চার বছর পূর্তি উপলক্ষে এক ফ্রেমেও ধরা দিয়েছিলেন চর্চিত এই জুটি। ‘খুশি’ ছবির প্রমোশনে গিয়ে বিয়ের কথা বলতে শোনা গিয়েছিল বিজয়জেকে। তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর শোয়ে কিছুদিন আগেই গিয়েছিলেন রশ্মিকা। বিজয়ের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে বিস্তর ঠাট্টা-ইয়ার্কি চলে সেখানে। সেই সময় লাজুক হাসিতেই যেন প্রেমের স্বীকারোক্তি দিয়েছিলেন অভিনেত্রী। এবার জানা যাচ্ছে, নতুন বছরের আগামী মাসেই নাকি একে অপরের সঙ্গে আংটি বদল করতে চলেছেন তারকা জুটি।