
রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রেড রোডে (Red Road) ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের (76 Republic Day) কুচকাওয়াজ (parade) , উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
প্রতি বছরের মতো ট্যাবলো প্রদর্শিত হবে। থাকবে রাজ্য পুলিশের তরফে নারী শক্তির প্রদর্শনী। সেইসঙ্গে থাকবে ভারতীয় সেনাবাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। কুচকাওয়াজে বেশ কিছু সমরাস্ত্রের প্রদর্শনী।
প্রতি বছরের মতো এবারেও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন লোকশিল্পীরা। লোকশিল্পের পুনরুজ্জীবনে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের লোকশিল্পীরা ভাতা পাচ্ছেন এবং অনুষ্ঠানপিছু টাকা দেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের তরফে লোকশিল্পীদের জন্য সচিত্র পরিচয় পত্রের ব্যবস্থা করা হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জঙ্গলমহল এবং সুন্দরবনের লোকশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করবেন।