Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

অপরিবর্তিতই রেপো রেট, ৬.৫০ শতাংশ রাখল আরবিআই

Updated : 10 Aug, 2023 11:53 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট অপরিবর্তিত রাখল। বৃহস্পতিবার আগের হার ৬.৫০ শতাংশই রেপো রেট রাখার কথা ঘোষণা করেন জাতীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, ৬ সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের শেষে রেপো রেট নিয়ে সিদ্ধান্তের কথা জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

দেশের আর্থিক বৃদ্ধি সম্পর্কে আভাস দিতে গিয়ে দাস জানান, কমিটির অনুমান মোতাবেক সারা বছর ধরে দেশের গড় উৎপাদন মাত্রা ওঠানামা করে। প্রথম তিন মাসে প্রত্যাশিত বৃদ্ধি যেখানে 8 শতাংশ, সেখানে শেষ কোয়ার্টারে এই বৃদ্ধি ৫.৭ শতাংশে নেমে আসতে পারে বলে অনুমান করা হয়েছে। শক্তিকান্ত দাস জানান, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো হারে কোনও পরিবর্তন করেনি। যার ফলে রেপো রেট থাকছে ৬.৫০ শতাংশই। এপ্রিলেও এই হার একই ছিল।

আরবিআইয়ের এদিন সিদ্ধান্ত ঘোষণার আগেই দিনের গোড়ায় সেনসেক্সে ২৩৫.৯৯ পয়েন্ট পতন হয়েছে। নিফটির বাজার পড়েছে ৬৪.২ পয়েন্ট। 

Tags: