Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

রাজ্য পুলিশে রদবদল, বাড়তি দায়িত্ব পেলেন জাভেদ শামিম

Updated : 22 Aug, 2024 5:40 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতা: আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। এই আবহে রাজ্য পুলিশে রদবদল। বাড়তি দায়িত্ব পেলেন জাভেদ শামিম (IPS Javed Shamim)। আইপিএস জাভেদ শামিমকে গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদের দায়িত্বের পাশাপাশি তাঁকে দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। অ্যান্টি কোরাপশপন ব্রাঞ্চে (Anti-Corruption Branch) অতিরিক্ত দায়িত্বে ছিলেন আইপিএস ড. আর রাজাশেখরন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল জাভেদ শামিমকে। রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে। এবার এই দায়িত্ব পেলেন শান্তি দাস। তিনি ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার। এত দিন রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব সামলাতেন আইপিএস মণীশ জোশী। মণীশ জোশীকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার করা হল।