শিয়ালদহ আদালতে শুরু আরজি কর মামলার শুনানি
কলকাতা: শিয়ালদহ আদালতে (Sealdah Court) শুরু আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। সোমবার আদালতে মূল অভিযুক্ত সঞ্জয় রায় স্বশরীরে হাজিরা দিলেন। ১১ নভেম্বর অর্থাৎ আজ থেকে রোজ চলবে এই মামলার শুনানি। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আগেই চার্জশিট পেশ করেছিল সিবিআই। চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের (Sanjay Ray RG Kar Case) নাম রয়েছে। গত সোমবার শিয়ালদহ আদালতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়। আদালত সূত্রের খবর, সিবিআই চার্জগঠন করার সময় ১২৮ জনকে সাক্ষী হিআজ সোমবার থেকে ১১ নভেম্বর আরজি কর মামলার বিচারপর্ব শুরুর হবে দুপুর ২টোর দিকে। সওয়াল জবাব চলবে বন্ধ দরজার পেছনে । এদিন নির্যাতিতার পরিবারের সাক্ষ্য নেওয়া হতে পারে। সূত্র বলছে, আরজি কর মামলার বিচারপর্বে প্রথম সাক্ষ্যগ্রহণ করা হবে নির্যাতিতার বাবার। সাক্ষী তালিকায় কলকাতা পুলিশের অফিসার, জুনিয়র, ফরেন্সিক বিশেষজ্ঞদের নাম রয়েছে।