Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

কোন দলে খেলতে চান রিঙ্কু, করলেন খোলসা

Updated : 20 Aug, 2024 5:34 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম আইকন এখন রিঙ্কু সিং। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির যে কোনও বিজ্ঞাপনে আন্দ্রে রাসেল, সুনীল নারিনের সঙ্গে অবধারিত রিঙ্কুর ছবি থাকবেই। এহেন দলের গুরুত্বপূর্ণ সদস্য অন্য এক ফ্র্যাঞ্চাইজিতে খেলার ইচ্ছাপ্রকাশ করলেন।

না, কেকেআর সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। রিঙ্কুর প্রথম পছন্দ অবশ্যই তাঁর বর্তমান ফ্র্যাঞ্চাইজি। তবে নাইট শিবির বাদ দিলে আইপিএলে আর কোন দলে খেলতে চান এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। বাঁ-হাতি ব্যাটার জানান, কেকেআর ছাড়া তাঁর পছন্দের দল আরসিবি (RCB)। বিরাট কোহলির (Virat Kohli) জন্যই বেঙ্গালুরুর দলকে পছন্দ তাঁর, জানিয়ে দেন তাও।