Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

সেতারে জামাল কুদু, দর্শকদের মন ছুঁলেন ঋষব

Updated : 11 Jan, 2024 7:40 PM
AE: Samrat Saha
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত (Sandeep Reddy Vanga) ছবি ‘অ্যানিম্যাল’ (Animal) নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল মুক্তির পর থেকেই। সেইসবকিছুকে পিছনে ফেলে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। কিং খানের জওয়ানের পরেই এই ছবি ভারতীয় বাজারে দ্রুত ৫০০ কোটি আয়ের রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রের নতুন সেনসেশন এই ছবি। ছবির সিন, ডায়ালগ, গান সবই ভাইরাল হয়েছে। দর্শকমহলে সবথেকে বেশি বিখ্যাত হয়েছে ছবির ‘জামাল কুদু’ (Jamal Kudu) গানটি। এই গানটির মাধ্যমেই ছবিতে আত্মপ্রকাশ ঘটছে ববি দেওলের (Bobby Deol)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেনসেশন ‘জামাল কুদু’ গানের সুর সেতারে বাজিয়ে সকলকে চমকে দিলেন ঋষব রিখিরাম শর্মা (Rishab Rikhiram Sharma)। পেশায় তিনি সঙ্গীত প্রডিউসার এবং সেতার বাদক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর ভিডিয়ো পোস্ট করে থাকেন। এবার তাঁকে জামাল কুদু বাজাতে দেখা গেল সেতারে।