ইনস্টায় পোস্টে উষ্ণতা ছড়ালেন ঋতাভরী
কলকাতা: টেলিভিশন দিয়ে অভিনয়ের জার্নি শুরু ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। তারপর কাজ করেছেন বড় পর্দাতেও। বহুরূপী’তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। বহুরূপী’র সাফল্যের পর এবার ঋতাভরীর প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। দিপাবলীর সময় স্যোশাল মিডিয়ায় তার পোস্ট বলে দিয়েছিল প্রেম করছেন অভিনেত্রী। এবার মনের মানুষের ছবি শেয়ার করে প্রেমে শিলমোহর দিলেন অভিনেত্রী।
শুধু অভিনয় তাঁর রূপ মন্ত্রমুগ্ধ করে ভক্তদের। ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকে নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নায়িকা। বেশ কিছুদিন আগেই সমুদ্র সৈকতে আসমানি বিকিনিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে নায়িকা দিয়েছেন লাস্যময়ী পোজ। নায়িকার এই বোল্ড লুক দারুণ পছন্দ করছেন অনুগামীরা। এবার ইনস্টায় ছবি শেয়ার করে উষ্ণতা বাড়ালেন নায়িকা। আগেই শোনা গিয়েছিল প্রেমে পড়েছেন ঋতাভরী। মনের মানুষের সঙ্গে কাটানোর কিছু বিশেষ মুহূর্ত ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শেয়ার করলেন।
বলিউড লেখক সুমিত অরোরার (Sumit Arora) সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। ছবিতে ঋতাভরীর মুখে মিষ্টি হাসি, লাজুক মুখ, আদরে ভরা দুই চোখ। তাকে আগলে রেখেছেন সুমিত। ঋতাভরী সুমিত অরোরাকে ‘নিজের ঘর, নিজের মানুষ’ বলেই উল্লেখ করেছেন। ছবিতে ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় অভিনেত্রীকে, সাদা শার্টে তাঁর প্রিয় মানুষটি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এই হইচইয়ে ভরা পৃথিবীতে, তুমি আমার শান্তি, তুমি আমার ঘর, তুমি আমার প্রিয় বন্ধু, তুমি আমার..।’