
সুমিতের হাত ধরে গোয়ার সমুদ্র সৈকতে ঋতাভরী
ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), একের পর এক সিনেমা-সিরিজে অভিনেত্রী তাঁর অভিনয়ের দক্ষতা দেখিয়ে চলেছেন। শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীতেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছে। পেশাগত জীবনের পাশাপাশি ঋতাভরীর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। বলিউডের চিত্রনাট্যকার তথা লেখক সুমিত আরোরার (Sumit Arora) সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন ঋতাভরী। স্যোশাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করেছেন অভিনেত্রী। বর্তমানে দুজনেই চুটিয়ে প্রেম করছেন। সুমিতের সঙ্গে গোয়ায় রোম্যান্সে করতে দেখা গেল ঋতাভরীকে।
বাতাসের বসন্তের ছোঁয়া, শিমূল-পলাশের মাতাল করা সুবাদ। সামনেই রঙের উৎসব। আর এই মরসুমে যে কারও মনের মানুষের সঙ্গে একান্তে থাকতে ইচ্ছে হবে। সেই আভাস পাওয়া গেল ঋতাভরীর পোস্টে। অভিনেত্রী ইনস্ট্রা পোস্টে চোখ রাখলে দেখা যাচ্ছে, সুমিতের সঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছেন ঋতাভরী। গোয়া থেকে একাধিক ছবি শেয়ার করেছেন ঋতাভরী। কখনও প্রেমিকের হাতে হাত ধরে রয়েছেন, কখনও নিজের মিরর সেলফি নিচ্ছেন। কখনও বা সুমিত অরোরার সামনে থালাভর্তি খাবার। তাঁর পোস্টে সূর্যাস্তের ছবিও দেখা গেল। তবে ঋতাভরী ও সুমিতের সঙ্গে আরও একজন গিয়েছে গোয়ায় ঘুরতে, সে হল অভিনেত্রী সর্ব সময়ের সঙ্গী, হাগজি। এটা তাঁর টেডি বিয়ার, নায়িকার সঙ্গে সব সময়ই থাকে।
আগেই পায়ে চোট পেয়েছেন ঋতাভরী। সম্প্রতি ভোরে বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে চোট পান নায়িকা। পায়ে ব্যান্ডেজ নিয়ে ছবি শেয়ার করেছিলেন তিনি। পা সেরে উঠতেই সুমিতের হাত ধরে গোয়ার সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছে ঋতাভরী।