জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু বেলুড় মঠ সারদাপীঠে
Updated : 21 Nov, 2023 9:01 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
বেলুরমঠ: চিরাচরিত প্রথা ও রীতি মেনেই শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু বেলুড় মঠ সারদাপীঠে। পূর্বাহ্ন পূজার মাধ্যমে মঙ্গলবার সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো। ত্রিপ্রহর জুড়ে পুজো চলবে আজ। সপ্তমী,অষ্টমী ও নবমীর পূজা-প্রক্রিয়ার মাধ্যমে আজ সারাদিন ধরেই দেবীর আরাধনা চলবে বেলুড় মঠ সারদাপীঠে। এই উপলক্ষে দূর দুরান্ত থেকে এসেছেন ভক্তেরা। ভক্তসমাগমে উজ্জীবিত বেলুড় মঠ।
Tags: